Home » পরিবার ও শিশু বিষয়ক (প্যারেন্টিং)

Showing all 6 results

Product Categories

ইসলামিক ম্যানারস (জীবনঘনিষ্ঠ আদব ও শিষ্টাচার)

In stock

39 kr

দৈনন্দিন জীবনের রুচিবোধ, শিষ্টাচার, পরিমিতিবোধ সম্পর্কে ইসলামের অনিন্দ্য নির্দেশনা তুলে ধরা হয়েছে এ বইয়ে। বিশ্ববিখ্যাত স্কলার, সিরিয়ান আলিম মরহুম শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রচিত সুন্দরতম বইগুলোর একটি।

গুড প্যারেন্টিং

In stock

50 kr

মানবসন্তানের মতো নির্ভরশীল হয়ে আর কোনো প্রাণী জন্মায় না। জীবনের নানা পরতে নিবিড় যত্ন ও মায়া-মমতায় আগলে রেখে সন্তান বড়ো করতে হয়। প্রত্যেক মা-বাবাই সন্তানের বেড়ে উঠার সাধ্যমতো চেষ্টা করেন। তাঁরা চান, সন্তান যেন তাদের চক্ষু শীতলকারী হয়ে ওঠে।

সময়ের প্রয়োজনে সমাজ বদলেছে, তবে বহুলাংশেই সন্তান প্রতিপালনের সনাতনী ধরন বদলায়নি। যেকোনো পেশায় সফল হলে সংশ্লিষ্ট বিষয়ে লেখাপড়া ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হয়। সন্তান প্রতিপালন তো এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়। যুগের পরিবর্তনের সাথে সন্তানদের বেড়ে উঠায় তাল মেলাতে হলে প্যারেন্টিংও শেখার বিষয়। বাস্তবতা হলো, সমাজের বিবর্তন ও পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়াতে না পেরে অনেক মা-বাবাই হাঁপিয়ে উঠছেন। ফলে মা-বাবা ও আদরের সন্তানদের মাঝে বাড়ছে দূরত্ব, শৃঙ্খলা থাকছে না পরিবারে। এই প্রেক্ষাপটে সন্তান প্রতিপালনে ফল হওয়ার নৈর্ব্যত্তিক বয়ান ‘গুড প্যারেন্টিং’। বিভিন্ন ধাপে মানবশিশুকে গড়ে তোলার জন্য মা-বাবার করণীয় এই বইয়ের মূল সুর। পরম মমতা নিয়ে সন্তান প্রতিপালনে সফল হওয়ার আধ্যাত্মিক অভিব্যক্তি উঠে এসেছে এই বইতে। হ্যাপি রিডিং।

Ordered:2
Items available:8
Add to cart

জাতি গঠনে আদর্শ মা

In stock

60 kr

Author: জাবেদ মুহাম্মাদ
প্রকাশক: আহসান পাবলিকেশন

 

আদর্শ মা-ই হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সন্তানদের জন্য শ্রেষ্ট শিক্ষক, জাতি গঠনে মূল সহায়ক। ফলে এ শ্রেষ্ট সম্পদকেই ঘিরে আছে সকল শান্তি। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠায় মূল হলেন মা। একজন শিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত জাতি গঠন করে দিতে। তাই আদর্শ জাতি গঠনে মা-দের ভূমিকা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। এরই সাথে সন্তানদের ও মায়ের সাথে সুসম্পর্ক গড়তে সহয়তা করবে বইটি।

Add to cart

পরিবার ও পারিবারিক জীবন

In stock

80 kr

গ্রন্থকারের কথা
১৯৬২ সনের কথা। ঢাকাস্থ অধুনালুপ্ত ‘মজলিসে তামীরে মিল্লাত’ আয়োজিত ইসলামী সেমিনারে ‘ইসলামের পারিবারিক ব্যবস্থা’ পর্যায়ে ভাষণ দেয়ার জন্য আমাকে আহবান জানানো হয়। বক্তৃতা দিতে রাজি হয়ে আলোচ্য বিষয়ের তথ্য সংগ্রহের প্রস্তুতি গ্রহণ করি। অবশ্য পরবর্তীকালে বিশেষ কারণে সেমিনার অনুষ্ঠান বন্ধ হয়ে যায় ও ভাষণ দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করি। কিন্তু প্রস্তাবিত আলোচনাটি আমার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূত হওয়ায় এ বিষয়ে আমার পড়াশোনা, চিন্তা-গবেষণা ও তথ্য সংগ্রহের কাজ অতঃপর অব্যাহত ও অবিশ্রান্তভাবে চলতে থাকে। মাঝখানে ১৯৬৪ সনের প্রায় সবকটি মাস কারাবরণ ও কারামুক্তির নিষ্কর্মতায় অতিবাহিত হয়ে যায়। অতঃপর এ পর্যায়ে সংগৃহীত বিশাল তথ্যাদি গ্রন্থাকারে লিপিবদ্ধ করতে শুরু করি এবং ১৯৬৭ সনের শেষ নাগাদ এ গ্রন্থের পাণ্ডুলিপি সম্পূর্ণরূপে তৈরী হয়ে যায়।

গ্রন্থখানি তৈরী হয়ে যাওয়ার পর এর প্রকাশণার জন্যে ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও ইতিপূর্বে এর কোন ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভবপর হয়নি। বর্তমানে গ্রন্থখানি ঢাকাস্থ ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হতে পাছে, এজন্যে আল্লাহ তা’আলার লাখো শুকরিয়া আদায় করছি।

এ গ্রন্থে পারিবারিক জীবন, তার সুষ্ঠুতা, সুস্থতা, শান্তি ও শৃঙ্খলা এবং পবিত্রতা ও মাধুর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে। পারিবারিক জীবনের ভাঙন ও বিপর্যয়ের দিকগুলো বিস্তারিতভাবে প্রতিভাত করে তোলা হয়েছে এবং সর্বশেষে বর্তমান বিপর্যস্ত পারিবারিক জীবন পুনর্গঠন পর্যায়ে প্রয়োজনীয় ও কার্যকর উপায় ও ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রস্তাবনাও পেশ করা হয়েছে। যেখানে যা কিছু বলেছি, তা আমার নিজের মত বলে যাহির করিনি বরং সংশ্লিষ্ট অকাট্য যুক্তি ও দলীল-প্রমাণে যা কিছু প্রতিভাত হয়েছে, তা-ই আমি যুক্তির ফয়সালা বলে মেনে নিয়েছি এবং তা-ই পরিবার ও পারিবারিক জীবনের জন্যে কল্যাণ মনে করেছি। এ ক্ষেত্রে যদি কেউ বিপরীত মত পোষণ করেন, তাহলে বলতে হবে, সে বৈপরীত্য আমার মতের সঙ্গে নয়, তা একান্তই যুক্তি-প্রমাণ ও অকাট্য দলীলের সাথে। তাই আমার উপস্থাপিত যুক্তি ও দলীল-প্রমাণের কোনরূপ দুর্বলতা কিংবা অসামঞ্জস্যতা কেউ দেখাতে চাইলে তা সাদরে গৃহীত এবং যথাযোগ্য গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

এ গ্রন্থ পাঠে কোনো উপকার হলে এবং এর আলোকে পারিবারিক জীবনে পুনর্গঠন প্রচেষ্টা চালানোর ফলে কোনো কল্যাণ সাধিত হলে আমার শ্রম সার্থক হবে।

-গ্রন্থকার

নভেম্বর ১৯৮৩

মোস্তাফা মনযিল

১৭৩, নাখালপাড়া,

তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ।

Add to cart

স্মার্ট প্যারেন্টিং ইউথ মুহাম্মাদ ﷺ

In stock

34 kr

বাচ্চা মানুুষ করা, আরও ভালোভাবে বললে ইসলামি আদর্শে মানুষ করা সহজ কথা না। আমাদের নিজেদের আর চারপাশের যা অবস্থা, তাতে বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশ এই সময়ে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমার বাচ্চারা আজেবাজে বন্ধুদের পাল্লায় পড়ল কি না, মাদক ধরল কি না, গ্যাংবাজিতে জড়াল কি না, সবচেয়ে বড়ো কথা আল্লাহ এবং তাঁর রাসুলকে ভালোবেসে ইসলামি আদর্শে বেড়ে উঠছে কি না -এ নিয়ে আমাদের সদা সংশয়।

তবে মজার বিষয়, অন্য আরও নানান সমস্যার মতো এই সমস্যাতেও ত্রাতা হিসেবে আছেন আমাদের প্রিয়নবি মুহাম্মাদ ﷺ। তাঁর নিজের চার কন্যা তো বটেই, তাঁর পবিত্র হাতে কত যে কিশোর-তরুণ সাহাবি মানুষ হয়েছেন, ইসলামি আদর্শের সেনানি হয়েছেন, তার সংখ্যা বেশুমার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এন্তার শিশু-কিশোরের নেপথ্য রূপকার আমাদের নবিজি।

ভাববেন না সেই সময়ের চ্যালেঞ্জ আজ থেকে কোনো অংশে কম ছিল। কিন্তু স্মার্ট মানুষেরা নিজের প্রখর প্রজ্ঞা আর বুদ্ধির দীপ্তিতে পরিস্থিতি যা-ই হোক- সবকিছু নিজের অনুকূলে নিয়ে আসেন। বইটি পড়ে সন্তান মানুষ করার তেমনই কিছু স্মার্ট তরিকা জেনে নেব নবিজির জীবন থেকে।

Ordered:11
Items available:4
Add to cart