অঙ্ক ভাইয়া
70 kr
লেখক : চমক হাসান
বাংলাদেশের স্কুল-কলেজের বেশিরভাগ শিক্ষার্থীর যে বিষয়ে সবচেয়ে ভয় থাকে তার নাম হলো গণিত। এই ভয়ের দোষ শিক্ষার্থীদের চেয়ে এদেশের শিক্ষাপদ্ধতির উপর বেশি বর্তায়।কারণ এদেশের শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীদের শেখানো হয় কী নিয়মে অঙ্ক করতে হয়।কিন্তু কেন এই নিয়মে অঙ্ক করতে হয় তা শিক্ষার্থীদের শেখানো হয় না।ফলে শিক্ষার্থীরা গণিতের মজার মজার বিষয়গুলো উপলব্ধি না করে গণিতের ভয়ের বিষয়গুলো উপলব্ধি করে।যারা গণিতের ভয়ে খাটের নিচে,গাছের ডালে লুকিয়ে থাকে তাদের জন্য এক অসাধারণ বই হলো অঙ্ক ভাইয়া।অঙ্ক ভাইয়া বইটি লিখেছেন চমক হাসান।যিনি দীর্ঘদিন ধরে এদেশের শিক্ষার্থীদের কাছে গণিতের মজাদার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে আসছেন। একটা গল্পের মাধ্যমে তিনি বইটিতে গণিতের মজার মজার বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।ফলে পাঠকের কাছে মনে হবে না যে পাঠক গণিতের ভয়ংকর বিষয় পড়ছেন।বরং মনে হবে যেন গল্পের বই পড়ছেন। বইটিতে টিনা,তন্বী, বান্টি ও পৃথ্বীর গণিতের ভয়ে কাবু হওয়া ও নজিবুল্লাহ মাষ্টারের ভয়ে পানিতে হাবু-ডুবু খাওয়া অবস্থায় আশার আলো হয়ে আসে অঙ্ক ভাইয়া।
অঙ্ক ভাইয়া একে একে গণিতের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরে তাদের কাছে। তাদের মনের ভিতরে থাকা সকল প্রশ্ন তারা ছুড়ে দেয় অঙ্ক ভাইয়ার কাছে।অঙ্ক ভাইয়া আনন্দের সাথে তাদের সাধারণ-অসাধারণ সকল প্রশ্নের উত্তর দিতে থাকে।বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজ কুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋণাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতেকলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগের ভেতরের কথা,অসমতার চিহ্ন ইত্যাদি বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
গল্পে গল্পে গণিতের মজার এই বিষয়গুলো জানতে পড়তে হবে অঙ্ক ভাইয়া বইটি। যারা গণিতের ভয়ে ভীত হয়ে আছে তাদের উচিত এই বইটি পড়া
আশা করি তাদের ভয় জয় করতে সাহায্য করবে এই বইটি।
2 in stock
0
People watching this product now!
Reviews
Clear filtersThere are no reviews yet.